ঢাকার দোহারে সড়ক দুর্ঘটনায় মুসলেম শেখ (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মুসলেম শেখ উপজেলার দক্ষিণ দেবিনগর গ্রামের ফজলু শেখের ছেলে। এ ঘটনায় ইব্রাহিম নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। ইব্রাহিম চর লটাখোলা গ্রামের মান্নান পাটাদারের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে মুসলেম শেখ বাড়ি থেকে বের হয়ে জাল কারখানার দিকে যাচ্ছিল। এমন সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল মুসলেম শেখকে পেছন থেকে সজোরে আঘাত করলে গুরুতর আহত হয় সে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ইব্রাহিম ও আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসলেম শেখকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী ইব্রাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
এ বিষয়ে দোহার থানার ওসি হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় নিহতের পরিবার থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
You cannot copy content of this page
Leave a Reply