ঢাকার দোহার উপজেলার পদ্মানদীতে ৬৩টি গরুসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে দোহার উপজেলার মধুরচর এলাকায় গরু বোঝাই ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় ট্রলারে থাকা ৬৩টি গরুর মধ্যে ৩০টি গরু উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। তবে ট্রলারে থাকা গরুর বেপারী মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার জসিম উদ্দিন (৪০) ও তার ভাগ্নে সিয়াম (১২) নিখোঁজ রয়েছে।
ট্রলারে থাকা এক ব্যক্তি জানান, শ্রীনগরের কয়েকজন গরু ব্যবসায়ী ফরিদপুরের টেপাখোলা বাজার থেকে গরু ক্রয় করে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সিএমবিঘাট হয়ে দোহারের মেঘুলা ঘাটে যাচ্ছিলেন। ইঞ্জিনচালিত ট্রলারটি দোহারের সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় এসে পৌচ্ছালে ট্রলারটির নিচে ফেটে পানি ঢুকতে থাকে। মাঝি বিষয়টি বুঝতে পারলে ট্রলারটিকে তীরের দিকে ভেড়ানোর চেস্টা করলে তা ব্যর্থ হয়। এসময় ৬৩টি গরু সহ ডুবে যায় ট্রলারটি। তবে স্থানীয়দের সহযোগিতায় ৩০টি গরুকে জীবিত উদ্বার করা হলেও বাকি গরুগুলো বেঁধে রাখায় ট্রলারসহ ডুবে যায়। বুধবার সকালে ট্রলারসহ ভেসে উঠে মৃত গরুগুলো। সংবাদ পেয়ে দোহার থানা, কুতুবপুর নৌ পুলিশ, ফুলতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ও দোহার ফায়ার সার্ভিসের ডুবরি দল উপস্থিত হয়।
এ বিষয়ে দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার জানান, ঢাকা থেকে ডুবুরি দল এসে উদ্বার কার্যক্রম চালাচ্ছে। তবে এখনোও নিখোঁজ জসিম উদ্দিন ও তার ভাগ্নে সিয়ামের কোন খোঁজ পাওয়া যায়নি। উদ্ধারকাজ চলমান আছে।
দোহার থানার ওসি হারুন অর রশিদ জানান, খবর পেয়ে আমাদের পুলিশ দ্রুতই ঘটনাস্থলে চলে আসে। উদ্ধার কাজ চলমান আছে।
You cannot copy content of this page
Leave a Reply