দোহার (ঢাকা) প্রতিনিধি:দরবেশ নামের অপবাদ থেকে দোহার কলঙ্কমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
তিনি আরও বলেন, সালমান এফ রহমান তার নিজের পাপের জন্য আজ দুনিয়ার জাহান্নাম নামক কারাগারে আছে। যোনে তিনি ঠিকমতো খাবার পায় না, ঘুমানোর জন্য বালিশ ও পায়না এমনটা তিনি নিজেই বলেন। কেউ অপরাধ করলে তাকে দুনিয়াতেও শাস্তি পেতে হয়। আখিরাতেও শাস্তি পেতে হয়।
বিগত শেখ হাসিনার আমলে সালমান এফ রহমান ব্যাংক থেকে সাধারণ গ্রাহকদের টাকা ঋণ নিয়ে আর ফেরত দেয়নি। এসব ঋণ শেখ হাসিনা মৌকুফ করে দিতো। কারন হাসিনাও এখান থেকে ভাগ নিতো।
শনিবার (২২মার্চ) ঢাকার দোহার উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দোহার উপজেলা গণঅধিকার পরিষদের আহব্বায়ক আব্দুল জব্বারের সভাপতিতে ও দোহার উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাসুদ রানার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের মুখ্যপাত্র ফারুখ হাসান, কেন্দ্রীয় সদস্য উচ্চতর পরিষদের মাহবুবুর রহমান জনি, ঢাকা জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব নাছির উদ্দিন পল্লব, দোহার উপজেলা বিএনপি নেতা খন্দকার শাহীন মাহমুদ, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম বেপারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা দক্ষিনের সভাপতি সাজ্জাদ আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল আফনান ইফতি, দোহার শাখার সদস্য সচিব আবু কায়সার সোহাগ, বিএনপি, জামায়াতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি সহ ছাত্র অধিকার, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের দোহার শাখার নেত্রীবৃন্দ।
You cannot copy content of this page
Leave a Reply