ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখানের সীমান্তবর্তী ধলেশ্বরী নদীতে অশ্লীল নৃত্য ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে জনমনে আতংক সৃষ্টির অভিযোগে ডেঞ্জার গ্যাং গ্রুপের ১৫ কিশোর ও যুবককে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল।
বুধবার (২ এপ্রিল) বিকেল হতে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রথমে কেরানীগঞ্জ নবাবগঞ্জ সড়কের তুলশীখালী ব্রিজের নিচ হতে ১৩ জনকে এবং পরবর্তীতে আরো ২ জনকে নবাবগঞ্জের দৌলতপুর থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় অর্ধশত দেশীয় অস্ত্র রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, হকিস্টিক, পাইপ উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে হাসেম (২৭), মো. শেখ(১৯), সোহাগ মোল্লা,, আরাফাত (১৫),মাহিন(১৬) উল্লেখযোগ্য।
এর আগে ঈদের দিন হতে বিভিন্ন ট্রলার যোগে কিশোর গ্যাং ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর ও উঠতি বয়সের বখাটেরা তুলশীখালী ব্রিজের আশেপাশে নদীতে উচ্চস্বরে গান বাজিয়ে অশ্লীল নৃত্যের পাশাপাশি দেশি অস্ত্র নিয়ে মহরা নিচ্ছিলো। উচ্চস্বরে অশালীন গান, উলঙ্গ নৃত্য, আর বেশি অস্ত্রের ঝনঝনানি কিছু উৎসুক জনতা উপভোগ করলেও অধিকাংশ সাধারণ মানুষ নদীর পাড়ে আসতে পারতোনা। বিশেষ করে পরিবার পরিজন নিয়ে আসা যেতো না নদী ও ব্রিজে। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো অশ্লীলতা মুক্ত ঈদ আনন্দ। দেরিতে হলেও এমন অভিযানে খুশি স্থানীয় লোকজন।
শাক্তা থেকে ঘুরতে আসা মাহিন জানান, আমাদের দীর্ঘ দিনের দাবি ছিলো এমন অভিযানের। এমন নোংরামির কারণে সাধারণ মানুষ ব্রিজে আসা ছেড়ে দিয়েছে। আমরা চাই ভবিষ্যতেও যেনো এমন সাংস্কৃতি আর ফিরে না আসে।
এ ব্যাপারে কেরানীগঞ্জের ধলেশ্বরী সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হয়নি। তবে নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মশিউর রহমান জানান, এটি মুলত নৌ পুলিশের কাজ। সেনাবাহিনীর একটি দল অভিযান চালালে আমরা সেনাবাহিনীকে সহযোগী করেছি। আসামীদের রাত ১ টারদিকে মুন্সিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply