ঢাকা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সের সমন্বয়ে সোমবার (২২ মে , ২০২৩খ্রিঃ) মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
প্যারেড অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন ঢাকা জেলার পুলিশ সুপার ও পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জনাব মোঃ আসাদুজ্জামান, পিপিএম (বার)। প্যারেড কমান্ডার হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহবুদ্দিন কবীর, বিপিএম (কেরানীগঞ্জ সার্কেল ), ঢাকা।
এ সময় পুলিশ সুপার পুলিশ লাইন্সের পুলিশ মেস, অস্ত্রাগার, মেডিকেল শাখা, যানবাহন শাখা ও পুলিশ লাইন্সে স্থাপতি বিভিন্ন শাখা পরিদর্শন করেন। জেলা পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য আহ্বান জানান এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও মাসিক প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা জেলার সকল সিনিয়র কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply