জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, জাতীয় মহিলা পার্টির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন।সোমবার ঢাকা জেলা জাতীয় পার্টির সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। সম্মেলনে জিএম কাদের বলেন, সালমা ইসলাম এমপিকে দোহার-নবাবগঞ্জে নির্বাচনের প্রস্তুতি নিতে দলের পক্ষ থেকে বলা হয়েছে। নবাবগঞ্জের বর্ধনপাড়া জাতীয় পার্টির কার্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি প্রধান বক্তার বক্তব্য রাখেন। সম্মেলন উদ্বোধন করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। বিশেষ অতিথি ছিলেন কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। সম্মেলনের শেষ দিকে জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে সালমা ইসলাম পুনর্নির্বাচিত হন। সাধারণ সম্পাদক করা হয়েছে খান মোহাম্মদ ইসরাফিল খোকনকে।
You cannot copy content of this page
Leave a Reply