ঢাকা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন দোহারের আরমান হোসেন অপু। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দপ্তর সম্পাদক পদে অপুকে নির্বাচিত করা হয়।
এর আগে আরমান হোসেন অপু ঢাকা জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। এরপর তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপশিক্ষা ও পাঠচক্র্য বিষয়ক সম্পাদক, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এবং সর্বশেষ তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতির দায়িত্ব পালন করেন।
আরমান হোসেন অপু ঢাকা জেলার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুলছড়ি গ্রামের মো. মনির হোসেনের ছেলে। তার বাবা পেশায় একজন স্কুল শিক্ষক।
ছেলের এমন সফলতায় খুশি তার পরিবার।
এ বিষয়ে আরমান হোসেন অপু দোহার বার্তাকে বলেন, আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে আমি তা সুষ্ঠভাবে পালনের চেষ্টা করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা ১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান ও আমার অভিভাবক ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসছে জাতীয় সংসদ নির্বাচনে সালমান এফ রহমানকে পুনরায় নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো।
You cannot copy content of this page
Leave a Reply