ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম। মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে বৃহস্পতিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান নবাবগঞ্জ থানার (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন।
জেলা পুলিশ সূত্র জানায়, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়কে শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ দুটি চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেফতারসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ।
ইতোপূর্বেও সিরাজুল ইসলাম শেখ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply