অন্তর্বর্ন্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। সোমবার বিকাল ৩টায় রাষ্ট্রীয় ভবন যমুনায় অনুষ্ঠেয় এ আলোচনা শুরু হয় বিএনপিকে দিয়ে।
বিকেল ৪.৪০ মিনিটে রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রবেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিদিন দল। বিকাল ৫টায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে বিএনপির সঙ্গে বৈঠক। এব্যাপারে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবেন।
এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু জানান, সন্ধ্যায় ৬টায় চারটি দলের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা। ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদের উভয় অংশও আলোচনায় অংশ নেবে।
You cannot copy content of this page
Leave a Reply