ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৪ জনে।
এদের মধ্যে ৬৯ জন ফরিদপুর বিএসএমএমসি হাসপাতালে, ৩ জন সদর হাসপাতালে, একজন নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩৫০ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৩৩ জন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাট এলাকার আব্দুল জলিলের ছেলে মো. হাশেম (৭৪) ও রাজবাড়ীর কালুখালী উপজেলার মালিহার এলাকার অরুপ সাহার স্ত্রী শোভা রানী সাহা (৪৮) ও ফরিদপুর সদরের খাশকান্দি এলাকার সোহান সরদারের পুত্র মারুফ সরদার (১৭)।
মঙ্গলবার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক। তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৪৮ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৫০ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৩৩ জন।
সিভিল সার্জন জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৭৪ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ি, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ১০২ জন। এর মধ্যে ১৪ হাজার ৯৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
You cannot copy content of this page
Leave a Reply