নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি:: ঢাকার দোহারে অনলাইন নিউজ পোর্টাল ডিএনবাংলা’র ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে স্বাধীন গণমাধ্যমের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। রোববার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের ২য় তলায় আনন্দঘন পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। “বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল’’ এই শ্লোগানে ৫ম বর্ষে যাত্রা শুরু করে ডিএনবাংলা। আগামীতে স্বাধীন ভাবে দেশ ও মানুষের কথা বলবে এই অনলাইন পোর্টালটি এমনটা প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে গণমাধ্যমের কার্যক্রম ও করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন দোহার নবাবগঞ্জের সিনিয়র সাংবাদিকরা। ডিএন বাংলার প্রকাশক ও সম্পাদক মো. সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রথম আলোর সাংবাদিক আজহারুল হক, ঢাকা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ, দোহার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কামরুল হাসান, কলাম লেখক বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, দৈনিক সমকালের সাংবাদিক মাহবুবুর রহমান টিপু, চ্যানেল এস এর সাংবাদিক ও সাপ্তাহিক এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, সময়ের আলোর সাংবাদিক বিপ্লব ঘোষ, দৈনিক জনকণ্ঠের সুজন খান, বাংলা টিভির আব্দুর রব বাবু, প্রতিদিনের সংবাদের তানজিম ইসলাম, দোহার প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক মো. সুজন হোসেন, সাইফুল ইসলাম, এডভোকেট মো. শফিকুল ইসলাম, আজকের দর্পণের নাজনিন শিকদার প্রমুখ।
You cannot copy content of this page
Leave a Reply