ডেক্স রিপোর্ট: গত বছরের জুলাই আগষ্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
শনিবার (২২ মার্চ) ঢাকার কেরানীগঞ্জে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর মধ্যে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ও দোহার উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীমা রাহিম শিলা।
ছাত্র-জনতার আন্দোলনে নিহত তারানগর ইউনিয়নের ছোট ভাওয়াল গ্রামের শহীদ রিয়াজের বাবা মো. আশাব উদ্দিনের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দিতে গিয়ে শামীমা রাহিম শিলা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি বলেন, ‘দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে আপনার ছেলে জীবন দিয়েছেন। তাঁর কাছে জাতি চির কৃতজ্ঞ। এই শহীদ পরিবারের হাতে আমরা ঈদের উপহার সামগ্রী পৌঁছে দিতে পেরে নিজেদের গৌরবান্বিত বোধ করছি। দেশকে স্বৈরাচার মুক্ত করার এই আন্দোলনের সকল শহীদ পরিবারের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।”
You cannot copy content of this page
Leave a Reply