ট্রেনে করে চাপাইনবয়াবগঞ্জ থেকে গাজীপুর আসছিলেন এক ইসমাইল হোসেন (৩০) নামে এক যুবক। পায়ে ছিল নতুন জুতা। ওই যুবককে আটকের পর তার পায়ে থাকা জুতার ভেতর থেকেই ২৮৬ গ্রাম হেরোইন জব্দ করেছে র্যাব । জব্দকৃত ওই হেরোইনের আনুমানিক বাজার মূল্য ২৮ লাখ ৬০ হাজার টাকা।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর র্যাব-১ কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন। এর আগে একইদিন বিকেল সাড়ে ৫টায় মহানগরীর ধীরাশ্রম এলাকায় তাকে আটক করা হয়।
আটককৃত ইসমাইল চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার ময়াপুকুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।
মেজর ইয়াসির আরাফাত বলেন, চাপাইনবয়াবগঞ্জ থেকে ট্রেনে মাদকদ্রব্য গাজীপুরে আসছে বলে গোপন সংবাদে জানতে পারে র্যাব। পরে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় র্যাব-১ একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় সন্দেহ হলে ইসমাইলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরই এক পর্যায়ে ইসমাইল তার পায়ে থাকা জুতার মধ্যে হেরোইন আছে বলে জানান। পরে জুতা কেটে দেখা যায় ভেতরে অভিনব কায়দায় দুটি পোটলায় প্রায় ২৮৬ গ্রাম হেরোইন রয়েছে। যার আনুমানিক মুল্য ২৮ লাখ ৬০ টাকা। ইসমাইল নতুন জুতা কিনে তার মধ্যে হেরোইন ঢুকিয়ে সেলাই করে চাপাইনবয়াবগঞ্জ থেকে গাজীপুর এনেছিলেন বিক্রির জন্য।
তিনি আরও বলেন, আটক ইসমাইলের বিরুদ্ধে মাদকদ্রব্য মামলা আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। এর সঙ্গে কে কে জড়িত আছে সেটিও তদন্ত করা হচ্ছে। আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply