ঢাকার দোহারে পৌরসভার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজার ও আঞ্চলিক মহাসড়কে যানজট নিরসনে ও ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে অভিযানের নেতৃত্ব দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম,এম মামুনুর রশিদ। অভিযানে সহায়তা করেন দোহার থানা পুলিশ। এ সময় লটাখোলা করম আলীর মোড় হতে জয়পাড়া বাজার হয়ে থানার মোড় পর্যন্ত রাস্তার দুপাশে ফুটপাট দখলমুক্ত করা হয়। এ সময় দখলকারীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম,এম মামুনুর রশিদ বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার দুপাশের ফুটপাথ দখল করে আছে কিছু ব্যবসায়ীরা। আমরা আজ অভিযান পরিচালনা করে রাস্তার ফুটপাত দখলমুক্ত করেছি। যানজট নিরসনে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন দোহার থানার এসআই সাইফুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।
You cannot copy content of this page
Leave a Reply