ঢাকার দোহারে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার জয়পাড়া কলেজ মাঠে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন। মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো.মামুন খান। মেলায় সকাল থেকে বিভিন্ন স্টলে অর্গানিক ফলম‚ল, মাসরুম ও নানা ধরনের সবজিসহ দেশীয় পিঠার উপস্থাপন ছিলো চোখে পরার মত। সরকারি সহায়তা পেলে এই উপজেলায় আরও উদ্যোক্তা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
দোহার অর্গানিক এগ্রো’র এডমিন নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও রাজিব শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া, ঢাকা জেলা আওয়ামীলীগ নেতা সুরুজ আলম সুরুজ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল বাশার মৃধা,জয়পাড়া কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, দোহার পৌরসভা আওয়ামীলীগ নেতা মশিউর রহমান তুহিন, কাউন্সিলর পাপেল মাহমুদ নিজাম, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেনসহ আরও অনেকে।
You cannot copy content of this page
Leave a Reply