1. tanjimislam222@gmail.com : block :
  2. doharbartanews@gmail.com : Tanjim Islam : Tanjim Islam
চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের ৪ জনকে আটক করেছে র‍্যাব - Dohar Barta24
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের ৪ জনকে আটক করেছে র‍্যাব

  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৫৪ Time View

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের ৪ জনকে আটক করেছে র‍্যাব-১০।২৮ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ১৮:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আবদুল্লাহপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে চাকরির প্রলোভনসহ অভিনব পন্থায় বিপুল অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ ০৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ফজলুল হক (৫৬), পিতা-মৃত খোদা বক্স খলিফা, জেলা-কুষ্টিয়া, ২। মোঃ হুমায়ন কবির (৪৪), পিতা-আতিয়ার রহমান, জেলা-ফরিদপুর, ৩। আবু সাইম রিয়াজ (৩২), পিতা-আবু জাফর খোকন, জেলা-শরীয়তপুর ও ৪। মামুনুর রশিদ (২৪), পিতা-মোঃ আলী আজম, জেলা-কুষ্টিয়া জেলা-ঢাকা’দের গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ৭২টি বিভিন্ন নামীয় নিয়োগপত্র, ০১টি টাকা গ্রহণ রশিদ বহি, ০১টি সিপিইউ, ০১টি মনিটর, ০১টি প্রিন্টার, ০১টি মাউস, ০১টি কী-বোর্ড, ০৫টি বিভিন্ন ক্যাবল, ০৪টি বই, ০১টি পাসপোর্ট, ০১টি এটিএম কার্ড, ০৯টি মোবাইল ও নগদ-১,০০০/- (এক হাজার) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ফজলুল হক উক্ত প্রতারক চক্রটির মূলহোতা। সে একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচয়ে দেশের প্রতিটি জেলার প্রতিটি থানায় উক্ত প্রতিষ্ঠানের সুপারভাইজার, পরিদর্শক, উপ-পরিদর্শকসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার কথা বলে ভুক্তভোগীদের কাছ থেকে জামানত বাবদ জন প্রতি ২০ হাজার টাকা করে নিত। এসব নিয়েগের ক্ষেত্রে সে উক্ত থানা এলাকার স্থানীয় বিভিন্ন সরকারী অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং চাকুরী সন্ধানী বিভিন্ন সুনামধন্য ও বিশ্বস্ত ব্যক্তিদের বাছাই করত যাতে করে স্থানীয় সরকারী/বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশে কোন অসুবিধা না হয়।
অতঃপর উক্ত প্রতারক চক্রের মূলহোতা ফজলুল হক ও তার অন্যান্য সহযোগীরা মিলে প্রত্যেক থানায় একজন সুপারভাইজার ও উক্ত সুপারভাইজার এর অধীনে ৩ জন করে পরিদর্শক এবং এক জন পরিদর্শক এর অধীনে ০৫টি করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে লোভনীয় অফার এর মাধ্যমে অর্থ সংগ্রহের দায়িত্ব বণ্টন করত।
পরবর্তীতে, ফজলুল হক ও তার সহযোগীরা থানা পর্যায়ে ভুয়া নিয়োগ প্রাপ্ত সুপারভাইজারদের দ্বারা গ্রামের বিভিন্ন স্কুলে তার নির্দিষ্ট কিছু বই বিতরন করত। উক্ত বইয়ের আলোকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে এবং বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার হিসেবে ল্যাপটপ দেওয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রণের রেজিস্ট্রেশন ফি বাবদ জন প্রতি ১০০/২০০ টাকা করে হাতিয়ে নিত। এছাড়া উপবৃত্তি দেওয়ার নাম করে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উপবৃত্তির রেজিস্ট্রেশন ফি বাবদ প্রতি শিক্ষার্থীর নিকট থেকে ১৫০/২০০ টাকা করে সংগ্রহের মাধ্যমে সমগ্র বাংলাদেশের প্রত্যেক থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে কোটি কোটি টাকা অত্মসাৎ করে আসছিল বলে জানা যায়। এছাড়াও গ্রেফতারকৃত ফজলুল হক এর বিরুদ্ধে প্রতারণার অপরাধে বিভিন্ন থানায় ০৪টি মামলা রয়েছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews

You cannot copy content of this page