ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়।
মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশী এক শিশুকে ধর্ষণচেষ্টাকালে উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রামের মৃত রহমান ফকিরের ছেলে আয়নাল ফকিরকে (৬৫) এলাকাবাসী হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেছেন।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, ধর্ষণচেষ্টাকারী আয়নাল ফকিরকে গ্রেফতার করে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং শিশুটির জবানবন্দি গ্রহণের জন্যও আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শিশুটির পারিবারিক সূত্র জানায়, শিশুটির মা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। শিশুটি তার নানির কাছে লালন পালন হয়ে আসছে। ঘটনার দিন সন্ধ্যার আগে শিশুটি আয়নাল ফকিরের বাড়ির সামনে খেলা করছিল। এ সময় আয়নাল ফকির তার বাড়িতে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা চালায়। এদিকে খুঁজতে এসে বৃদ্ধের ঘর থেকে নাতনিকে উদ্ধার করার পর এলাকায় ঘটনা জানাজানি হয়। পরে এলাকাবাসী মিলে ওই বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ খান বলেন, আমি যতটুকু জেনেছি শিশুটিকে ধর্ষণচেষ্টা করেছেন ওই বৃদ্ধ।
You cannot copy content of this page
Leave a Reply