ঢাকার নবাবগঞ্জের গালিমপুরে জমি সংক্রান্ত বিরোধের জোরে লিপি আক্তার নামের এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে তারই প্রতিবেশি মিজানুর রহমানের বিরুদ্ধে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী মিজানুর ও রহিমা বেগম জমি সংক্রান্ত বিরোধের জোরে ৩০/০৩/২০২৩ তারিখ সকালে অভিযোগের বাদি লিপি আক্তারের শশুর ইমান উদ্দিনকে মারধরের চেষ্টা করে। এ সময় লিপি আক্তার এগিয়ে গেলে তাকে মিজানুর ও রহিমা বেগম মারধর করে চলে যায়। এ সময় লিপিকে নানা রকম হুমকি ধামকি ও প্রদান করে বলে ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে বলেন।
এ ব্যাপারে অভিযুক্ত মিজানুর বলেন, আমি কাউকে মারধর করিনি। রহিমা বেগম বলেন আমি অসুস্থ আমার ছেলের নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
You cannot copy content of this page
Leave a Reply