ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার গালিমপুর সোনাবান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের
সাধারণ সম্পাদক পদপ্রার্থী নজরুল ইসলাম শুরুতেই তার শত শত সমর্থকদের বিশাল মিছিল নিয়ে সভা স্থালে পৌছান। এসময় তার সমর্থকরা নজরুলকে সাধারণ সম্পাদক হিসেবে পেতে তার নামে স্লোগান দিতে থাকেন।
অন্যদিকে সভাপতি পদপ্রার্থী হাবিবুর রহমান ফয়সালও তিনি তার জন প্রিয়তা দেখিয়েছেন। বিশাল মিছিল নিয়ে তিনিও সভা স্থলে পৌছান। তার সমর্থকরাও ফয়সালকে সভাপতি হিসেবে পেতে তার নামে স্লোগান ধরেন। মুহুর্তে জমে উঠে সভাস্থল।
সম্মেলনে নবাবগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি পলাশ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান বেপারী।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দিলিপ কুমার মন্ডলের সঞ্চালনায় গালিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান আজিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা রেজাউর রহমান রেজা, এস এম লিয়াকত, লুৎফর রহমান বেপারী, শেখ সুজন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, সেলিম খান, ইকরামুল নবী ইমু, আসাদুজ্জামান রনি সহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ২য় অধিবেশনে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে ৫জন প্রার্থীতা ঘোষণা করেন
Leave a Reply