গভীর সমুদ্রে অর্ধ ডুবন্ত লাইটার জাহাজের ১৩ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (০১ অক্টোবর ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ এম ভি “হুমাইরা” নামক একটি লাইটার জাহাজ সকাল আনুমানিক ১০০০ ঘটিকায় চট্টগ্রাম থেকে ৭৫০ টন কয়লা বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। ৩নং স্থানীয় সতর্ক সংকেত থাকা সত্ত্বেও জাহাজটি সমুদ্রে যাত্রা করে । একপর্যায়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লাইটার জাহাজটির হ্যাচ কভার ক্ষতিগ্রস্ত হয়ে জাহাজের ভিতরে পানি ঢুকতে থাকে এবং ইঞ্জিন বিকল হয়ে লাইটার জাহাজটি নিয়ন্ত্রণহীন ভাবে উত্তাল সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে বিকল হয়ে যাওয়া লাইটারটি ভাসানচর লাইট হাউজ থেকে আনুমানিক ১০.৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে নোঙ্গরে অবস্থান করে এবং মোবাইল ফোনের মাধ্যেমে লাইটারের ক্রুরা প্রশাসনের নিকট উদ্ধার সহায়তা চায়। খবর পেয়ে কোস্ট গার্ডের নিয়মিত টহল কার্যে নিয়োজিত জাহাজ “বিসিজিএস সবুজ বাংলা” এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে তৎক্ষনাৎ উত্তাল সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আনুমানিক রাত ২২৩০ ঘটিকায় অর্ধ ডুবন্ত অবস্থায় লাইটার জাহাজের ১৩ জন ক্রুকে গভীর সমুদ্র থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।
তিনি আরও বলেন “বিসিজিএস সবুজ বাংলা” কর্তৃক উদ্ধারকৃত ক্রুদের চট্টগ্রাম উপকূলে ফিরিয়ে এনে জাহাজের মালিকপক্ষের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রয়াধীন রয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply