দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের খারশুর এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন কলেজছাত্র, অন্যজন সাবেক ইউপি সদস্য।এ ঘটনায় আহত হয়েছেন চারজন। নিহতরা হলেন দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও সাতভিটা গ্রামের বাসিন্দা শেখ আব্দুর রহমান (৬৭) এবং জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. শাহীন (২৫)। শাহিন দোহারের ইসলামপুর খালপাড় গ্রামের শেখ রাজ্জাকের ছেলে।
শনিবার (২২জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সীমান্তের খারশুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে দোহারের জয়পাড়া কলেজ মোড় থেকে সিএনজিচালিত অটোরিকশায় পাঁচজন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের কদমতলীর উদ্দেশ্যে ছেড়ে যায়। নবাবগঞ্জ ও সিরাজদিখান উপজেলা সীমান্তের খারশুর তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নবকলি পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শেখ আব্দুর রহমান ও মো. শাহীনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আহত এক কলেজছাত্রীসহ চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল বলেন, দুর্ঘটনাস্থলটি মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা এলাকায়। দুই থানার পুলিশ ঘটনাস্থলে গেছে এবং বিষয়টি দেখছে।
You cannot copy content of this page
Leave a Reply