কেরানীগঞ্জে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিনজিরা ইউনিয়নের বাদাম গাছতলা এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে রনি আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. শহিদুল ইসলাম (২০) ও মো. আশিকুর রহমান (২৫)। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, জিনজিরা ইউনিয়নের বাদাম গাছতলা এলাকায় নামবিহীন একটি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
You cannot copy content of this page
Leave a Reply