দক্ষিণ কেরানীগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফাতেমা কিন্ডারগার্টেন স্কুলের মালিক অপুকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া মধ্যপাড়া এলাকায় কিন্ডারগার্টেনের ভেতরে এ ঘটনা ঘটে।খবর পেয়ে রাত ১০টার দিকে অপুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মনোয়ার হোসেন বলেন, ধর্ষকের অভিযোগে অপু নামে এক আসামি থানায় আটক আছে। ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করছেন।
শিশুটির নানা জানান, মঙ্গলবার বিকালে তার নাতনি পিঠা কিনতে বাসা থেকে বের হয়। ফেরার পথে অপু কৌশলে নাতনিকে তার মালিকানাধীন ফাতেমা কিন্ডারগার্টেন স্কুলের ভিতরে নিয়ে ধর্ষণ করে। বাসায় ফিরে ঘটনাটি সে তার পরিবারকে জানায়।এদিকে ঘটনাটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় অপুর লোকজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য অনেক চেষ্টা করে। রাত ১০টার দিকে শিশুটির পরিবারের লোকজনের ফোন পেয়ে পুলিশ অপুকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুটির বাবা একজন দিনমজুর। চুনকুটিয়া মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।
You cannot copy content of this page
Leave a Reply