নতুন রিকশা কে চালাবে? এ নিয়ে এক রিকশাচালকের কিল-ঘুসিতে অপর রিকশাচালক নিহত হয়েছেন। নিহতের নাম মো. মান্নান (৪৫)। রোববার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া হিজলতলা এলাকায় মোহন মোল্লার রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার অভিযুক্ত মিলন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। মিলন মোল্লা গ্যারেজ মালিকের ছেলে।
জানা যায়, মান্নান বেশ কয়েক বছর ধরে মোহন মোল্লার গ্যারেজ থেকে অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন। সম্প্রতি গ্যারেজ মালিক মোহন মোল্লা নতুন একটি অটোরিকশা ক্রয় করেন। নতুন রিকশাটি কে চালাবে তা নিয়ে রোববার সকাল ৭টার দিকে দুজনের মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতি হয়। এতে কুলিয়ে উঠতে না পেরে মিলনের হাতে মান্নান বেদম মার খান। একপর্যায়ে নিস্তেজ হয়ে পড়েন মান্নান। পরে বোঝা যায় তিনি মারা গেছেন।
নিহতের আত্মীয় মো. আলী বলেন, মান্নান মারা গেছে সেটা বুঝতে পেরে অভিযুক্তরা লাশ পরিবারকে না জানিয়ে তড়িঘড়ি দাফনের চেষ্টা করে। খবর পেয়ে আমিসহ স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ৯৯৯ এ ফোন দিই। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা বেগম শরীয়তপুর থেকে ঢাকায় এসে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন।
You cannot copy content of this page
Leave a Reply