কেরানীগঞ্জে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে সোহাগ (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী রানু বেগম।
মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার কলাতিয়া ইউনিয়নের মানিকনগর গ্রামে সিরাজ সরকারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, সিলিন্ডার বিস্ফোরণে নিহতের ছিন্নভিন্ন মরদেহ পুলিশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন এবং আহতকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বাড়ির মালিকের ছেলে আশরাফুল জানান, হতাহতরা শেরপুর জেলার নকলা থানার বাসিন্দা। মঙ্গলবার ভোরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ঘরে থাকা তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
You cannot copy content of this page
Leave a Reply