ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট রউফনগর এলাকায় ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক শপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম কারখানাটিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অস্ত্র তৈরির সময় হাতেনাতে রিপন (৩৫) ও শাহিন (২৭) নামের দুই অস্ত্র তৈরির কারিগরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরিকৃত দুটি রিভলবার উদ্ধার করা হয়।
ঢাকা জেলা পুলিশ, ঢাকা জেলা ডিবি পুলিশ (দক্ষিণ), কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল থানা পুলিশের সমন্বয়ে দুই ঘণ্টা অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টায় অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অভিযানের শেষে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে একটি চক্র কাজ করছে বলে আমাদের কাছে তথ্য ছিল। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অস্ত্র কারখানাটির সন্ধান পেয়েছি। আটককৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা এবং ইতিপূর্বে এই অস্ত্র আরো কোথাও বানিয়ে বিক্রি করেছে কিনা বিস্তারিত তথ্য জানা যাবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্বেরা হাবিব, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর, ঢাকা জেলা ডিবি দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানার কর্মকর্তা শাহ-জামান, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।
You cannot copy content of this page
Leave a Reply