শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে উত্তেজিত জনতার হাতে ভাঙচুর হওয়া কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা সোমবার সকালে পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা। এদিকে সকাল থেকেই দুই থানার হেফাজতের দায়িত্ব নিয়েছেন আনসার সদস্যরা।
বুধবার দুপুরে দুই থানা ঘুরে দেখা গেছে, থানার প্রধান ফটকের পাশে ৫ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার দায়িত্বে থাকা আনসার সদস্য নয়ন জানান, আমরা পর্যায়ক্রমে ২৪ ঘণ্টা থানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হেফাজত করছি। থানায় পুলিশের কোনো সদস্য উপস্থিত নাই। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আসবেন।
এদিকে কেরানীগঞ্জে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সড়কের শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। বুধবার কদমতলী, ইমামবাড়ী, চুনকুটিয়া সড়ক ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। রোদে পুড়ে তাদের এ কাজ প্রশংসা কুড়াচ্ছে জনমনে।
বুধবার দুপুর ১টার দিকে চুনকুটিয়া সড়কে কথা হয় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব থাকা কলেজছাত্র আবু সাইদের সঙ্গে। তার বাড়ি সড়কটির অদূরে।
ওয়ারী এলাকার সলিমুল্লাহ কলেজের এইচএসসি পরীক্ষার্থী আবু সাইদ বলেন, উদ্ভব পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ না থাকায় সড়কের শৃঙ্খলা ফেরাতে তারা কাজ করছেন। সবাই তাদের ইতিবাচকভাবে দেখছেন।
You cannot copy content of this page
Leave a Reply