ঢাকার কেরাণীগঞ্জে অনুমোদনহীন নকল ঢেউটিন, প্লাস্টিকের পাইপ, বলপেন ও বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৫০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-১০ সূত্রে জানা যায় গোপন সংবাদ এর ভিত্তিতে খবর পেয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম নেতৃত্বে র্যাবের একটি অভিযানিক দল কেরানীগঞ্জের ভ্রাম্যমান এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিএসটি আই কর্মকর্তার উপস্থিতিতে অনুমোদনহীন নকল ঢেউ টিন তৈরি, প্লাস্টিকের
পাইপ, বলপেন ও বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে ৫০,৫০,০০০ টাকা জরিমানা প্রদান করেন। এদের মধ্যে সোমা এন্টারপ্রাইজকে নগদ ২ লক্ষ টাকা, শহিদ কেমিক্যাল কোংকে নগদ ৫০ হাজারটাকা, মদিনা ফাইবার গ্লাস’কে নগদ ২লক্ষ টাকা, নিউ বিসমিল্লাহ ফাইবার গ্লাসকে নগদ- ৩ লক্ষ টাকা, সততা ফাইবার গ্লাসকে নগদ- ৩ লক্ষ টাকা,
ই.এন.এস. এন্টারপ্রাইজকে নগদ ৫ লক্ষ টাকা, মরিয়ম ক্যাবলসকে নগদ- ৩ লক্ষটাকা, দীন টিন ইন্ডাস্ট্রিজকে নগদ- ১০ লক্ষ টাকা, আলফা বলপেন ইন্ডাস্ট্রিজকে নগদ- ৮লক্ষ টাকা, রমজান প্লাস্টিককে নগদ- ১০ লক্ষ টাকা ও ডায়সিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে নগদ- ৪ লক্ষ টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল কোর্টে আনুমানিক দুই লক্ষ টাকা মূল্যের নকল ঢেউটিন, প্লাস্টিকের পাইপ, বলপেন ও বৈদ্যুতিক সরঞ্জামাদি জব্দ করতঃ ধ্বংস করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল ঢেউটিন, প্লাস্টিকের পাইপ, বলপেন ও বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।
You cannot copy content of this page
Leave a Reply