মাদারীপুরের কালকিনিতে স্ত্রীর ওপর রাগ করে বাবু বেপারি (২১) নামে এক অটোচালক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত বাবু বেপারি পৌর এলাকার কাশিমপুর গ্রামের আশ্রাফ বেপারির ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, বাবু বেপারির স্ত্রী কিছু দিন আগে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে বাবার বাড়ি চলে যায়। পরে বাবু বেপারি তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে ফিরে আসতে একাধিকবার অনুরোধ করেন। কিন্তু তার স্ত্রী বাবার বাড়ি থেকে আর ফিরে আসবে না বলে জানায়। এতে করে বাবু বেপারি রাগ করে বাড়ির পাশের একটি হিজলগাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আনিচুর রহমান আনিচ জানান, বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় রশি দিয়ে বাবু বেপারি আত্নহত্যা করেছে।
You cannot copy content of this page
Leave a Reply