মাদারীপুরের কালকিনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমাইয়া বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের পরিপত্তর গ্রামে এ ঘটনা ঘটেছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়া বেগম বেলা ১২টার দিকে পিঠা রোদে দিতে প্রতিবেশী মন্টু চোকদারের বসতঘরের ছাদে যান। এ সময় ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
You cannot copy content of this page
Leave a Reply