কালকিনিতে বখাটের ভয়ে ও উত্ত্যক্তের ঘটনায় এক ছাত্রী বর্তমানে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। ভুক্তভোগী এনায়েতনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। পরে নিরুপায় হয়ে এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
শুক্রবার সকালে ভুক্তভোগী পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, উপজেলার এনায়েতনগর এলাকার সরদারকান্দি গ্রামের ওই ছাত্রী তার এক সহপাঠীকে সঙ্গে নিয়ে প্রতিদিন হেঁটে বাড়ি থেকে রাস্তা দিয়ে স্কুলে যাওয়া-আসা করত। এ সুযোগে একই এলাকার মোশারফ সরদারের ছেলে শামীম ফাঁকা রাস্তায় বসে প্রায়ই ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছে। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে অবহিত করে। পরে ছাত্রীর পরিবার উত্ত্যক্তের ঘটনার প্রতিবাদ করলে বখাটে শামীম ওই ছাত্রীসহ তার পরিবারের সদস্যদের হুমকি প্রদর্শন করে। পরে এ নিয়ে এলাকার চেয়ারম্যান-মেম্বারদের কাছে বিচার দাবি করা হয়। কিন্তু তাদের কাছে থেকে কোনো প্রতিকার না পেয়ে ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে থানার এসআই মিঠু ফকির জানান, ‘অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে অভিযুক্ত শামীমকে ফোনে পাচ্ছি না।’
You cannot copy content of this page
Leave a Reply