মাদারীপুরের কালকিনিতে স্বামী বাড়িতে না থাকাতে সুযোগে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। রোববার দুপুরে অভিযোগ ও থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রমজানপুর এলাকার উত্তর রমজানপুর গ্রামের এক গৃহবধূর স্বামী বেশ কিছুদিন আগে কর্মব্যস্ততার তাগিদে ঢাকায় যান। একটি শিশুসন্তান নিয়ে ওই গৃহবধূ একা বাড়িতে বসবাস করে আসছিলেন। এ সুযোগে একই এলাকার আজিজ হাওলাদারের ছেলে মো. ফরিদ হাওলাদার একা বাড়িতে পেয়ে ওই গৃহবধূকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল।
এ বিষয়টি নিয়ে ওই গৃহবধূ নিরুপায় হয়ে ফরিদ হাওলাদারের বিরুদ্ধে তার অভিভাবকদের কাছে বিচার দেন। এতে ফরিদ হাওলাদার ওই গৃহবধূর ওপর চরম ক্ষিপ্ত হয়ে যান। পরে গত ১৬ আগস্ট রাত ১১টার দিক ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের দরজা খুলে বাহিরে বের হন। এ সময় ঘরের পাশে ওতপেতে থাকা ফরিদ হাওলাদার ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালান। পরে গৃহবধূর ডাকচিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ফরিদ হাওলাদার পালিয়ে যান। এ ঘটনার পর ওই গৃহবধূকে আহত অবস্থায় কালকিনি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়ে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ফরিদ হাওলাদার গা-ঢাকা দিয়ে আছেন।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত ফরিদ হাওলাদারকে এলাকায় পওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ। এ ব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
You cannot copy content of this page
Leave a Reply