নিজস্ব প্রতিনিধি:দোহারে কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের অসুস্থ শিক্ষক নগেন্দ্র কুমার স্যারের পাশে দাড়িয়েছে বিদ্যালয়ের প্রক্তন শিক্ষার্থীরা। কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নগেন্দ্র কুমার স্যার দীর্ঘসময় ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এই সংবাদে
ব্যচ-৯৫, ৯৬,৯৭,৯৮ ও ২০০১ এর প্রাক্তন শিক্ষার্থীরা আর্থিক সহায়তা নিয়ে তাদের শিক্ষকের পাশে দাড়ান। শুক্রবার সকালে বিদ্যালয়ের শিক্ষক মিলতায়ন কক্ষে নগেন্দ্র কুমার স্যারের হাতে নগদ ২,৪৩,০০০/- ( দুই লক্ষ তেতাল্লিশ হাজার) টাকা সহায়তা তুলে দেন প্রাক্তন শিক্ষার্থীরা। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হুমায়ন কবির বলেন, তোমরা আজকে দৃষ্টান্ত তৈরি করলে। তোমাদের দেখে সকল শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। তোমরা যে আমাদেরকে ভুলে যাওনি এটাই আমাদের প্রতি তোমাদের সম্মান ও ভালোবাসা। তোমরা যে যখনই সময় পাবে স্কুলে আসবে এবং স্কুলের ভালোমন্দের খোঁজ খবর রাখবে।
এসময় প্রক্তন শিক্ষার্থীরা জানান, নিয়মের ধারাবাহিকতায় আমরা স্কুল থেকে দূরে চলে গেলেও এই শিক্ষা প্রতিষ্ঠানই আমাদের প্রান। জীবনের আনন্দময় শ্রেষ্ঠ সময়গুলোই পার করেছি এই বিদ্যালয়ে। বিদ্যালয়ের শিক্ষকদের আমরা কখনোই ভুলতে পারবো না। কর্মজীবনের তাগিদে আমরা একেক জায়গায় থাকলেও স্কুল জীবনকে আমরা স্মরণ করে থাকি।
এসময় উপস্থিত ছিলেন, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক ই আজম, সহকারী প্রধান শিক্ষক সেলিম মাহমুদ, সিনিয়র শিক্ষক আবু মো. হুমায়ুন কবির, ক্রীড়া শিক্ষক নগেন্দ্র কুমার, ৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপার আনোয়ার হোসেন, ৯৬ ব্যাচের বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. জাহাঙ্গীর আলম, তানিয়া রহমান, ৯৮ ব্যাচের ইঞ্জিনিয়ার হুমায়ুন, ফুড ইন্সপেক্টর ইমরান হোসেন বুলবুল ও মনির হোসেন, ২০০১ ব্যাচের ডা. শামীম ও পুলিশ ইন্সপেক্টর সিরাজুল ইসলাম সহ আরো অনেকে।
You cannot copy content of this page
Leave a Reply