জালিয়াতি ও প্রতারণা মামলায় আটকের পর ঢাকা জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আফজাল হোসেন ডিপটি কে জেল হাজতে পাঠিয়েছে আদালত। শনিবার (২০ মে) বিকেলে পৃথক তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আফজাল হোসেন ডিপটিকে গ্রেফতার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, বিদ্যুৎ আইনের একটি মামলায় ৭ মাসের এবং অর্থ জালিয়াতির মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন আফজাল হোসেন ডিপটি। তাছাড়া আরও একটি মামলায় ওয়ারেন্ট ছিলো তার বিরুদ্ধে। শনিবার বিকেল ৪ টার দিকে এসআই রিয়াজ, এসআই আলকসহ পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে। পরে সন্ধ্যায় তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ।
You cannot copy content of this page
Leave a Reply