দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঢাকা-১ আসনে আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী সালমান এফ রহমানের পক্ষে উপজেলা কলাকোপা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এলাকার দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে নির্বাচনী বৈঠক ও প্রচারণা ক্যাম্প উদ্বোধন করেছেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।
সোমবার রাত ৯টায় উপজেলা পরিষদের বিপরীতে ভূমি অফিস সংলগ্ন মার্কেট প্রাঙ্গণে উপজেলা সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের আয়োজনে এ বৈঠক করা হয়।
এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন বলেন, আপনার ভোট যাকে কিছু খুশী তাকে দিবেন এ কথা ঠিক কিন্তু যোগ্য লোক দেখে দিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রিয়নেতা সালমান এফ রহমানকে আবারও নৌকা মার্কা দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন। তিনি একজন যোগ্য ব্যাক্তি। আমরা দোহার নবাবগঞ্জ থেকে তাকে বিপুল ভোটে নির্বাচিত করে শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিব।
তিনি আরো বলেন, বিএনপি জামায়াত ভোট বয়কট করে অবরোধ দিয়ে জ্বালাও পোড়াও করছে। আমরা৭ তারিখে ভোট প্রদান করে তার সমুচিন জবাব দিব। বিগত ১৫ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে তা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিবেন।
নেতাকর্মীদের উদ্দেশে পনিরুজ্জামান তরুন বলেন, এখন থেকে আপনারা বাড়ি বাড়ি গিয়ে সালমান ভাইয়ের সালাম দিবেন এবং নৌকা মার্কার ভোট চাইবেন এবং দেশের উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরবেন।
উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও কলাকোপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল বলেন ভোটের কয়টা দিন ভিন্ন মতাদর্শের রাজনীতির বন্ধুদের সাথে আমরা সময় কম দেই এবং এখন থেকে নৌকার জন্য ভোট চাইতে হবে। ভোটের দিন ভোট চাইলে মানুষ ভোট দিবেনা।
উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা তাসদীদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.জালাল উদ্দিন, বর্তমান কমিটির সহসভাপতি প্রবীর সাহা, গোলাম মোস্তফা ঝিন্টু।
উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক শেখ নাহিদুল আলম নাদিম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ শেখ সুজন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, কলাকোপা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছালাম মৃধা ,সাধারণ সম্পাদক মো. শহীদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদি হাসান রানা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনিসহ ছাত্রলীগ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় উপস্থিত এলাকাবাসী ও নেতাকর্মীরা সালমান এফ রহমানকে সমর্থন দিয়ে এবং তার বিজয় নিশ্চিত করতে প্রতিশ্রুতি দেন এবং বৈঠক শেষে নেতাকর্মীরা একটি নির্বাচনী মিছিল বের করে।
Leave a Reply