মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের আজমান থেকে আবুধাবি যাওয়ার পথে গাড়ি বিস্ফোরনে নিহত দোহারের হিরার পরিবারে চলছে শোকের মাতম।
সোমবার (৮জুলাই) দুপুরে উপজেলার দোহার খালপাড় নিহত হিরার বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক পরিবেশের। পিতামাতার ২ সন্তানের মধ্যে হিরা ছিলেন বড়। তার ছোট ভাই মিরাজ
নিহত হিরার পিতা মো. মানজুর মৃধা বলেন, ধার কর্য করে প্রায় ৪লাখ টাকা খরচ করে ভাগনির জামাইয়ের মাধ্যমে ভাগ্যবদলের আশায় ছেলেকে আরব আমিরাত পাঠাই ৭ মাস আগে। ইতোমধ্যেই ছেলে ১ লাখ টাকা পাঠিয়েছিলো। ভেবেছিলাম বছর খানেকের মধ্যেই ঋনের বাকি টাকা পরিশোধ করে সুখের মুখ দেখবো। কিন্তু তা আর হল না। এখন কিভাবে সংসার চলবে আল্লাহ জানেন।
প্রতিবেশী রনি শেখ বলেন, ছেলেকে বিদেশ পাঠাতে মাঞ্জুর ৩০ হাজার টাকা তুলেছিলেন বাস্তব নামের একটি কিস্তি অফিস থেকে। আমরাও অনেক সাহায্য সহযোগিতা করেছি যখন যেভাবে পেরেছি।
You cannot copy content of this page
Leave a Reply