মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ৯ম ও ১০ম শ্রেণির ৩৫৬জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোবাইল ট্যাব বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিসংখ্যান অফিস, জনশুমারি, গৃহগণনা ২০২১ প্রকল্প, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সহযোগিতায় সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথের সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্য দেন-মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, সিংগাইর মেয়র আবু নঈম মো.বাশার, জেলা পরিসংখ্যান কার্যালয়, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মিনার উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আ. হান্নান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। এ সময় উপস্থিত ছিলেন- সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকরাম হোসাইন, প্রধান, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর ছিদ্দিকী, মানিকগঞ্জ জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগন, উপজেলা ২৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি মাদরাসার মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি ইউএনও দিপন দেবনাথ এর বক্তব্য, শিক্ষার্থীদের মাঝে মোবাইল ট্যাব বিতরন ও সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ৪তলা ভবন উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
You cannot copy content of this page
Leave a Reply