মধ্যপ্রাচের দেশ সংযুক্ত আরব আমিরাতে গাড়ি বিস্ফোরণে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ৫ রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছে। রবিবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটার দিকে আজমান থেকে আবুধাবি শহরে কাজে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার খালপাড় গ্রামের মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)। তারা সবাই আজমান প্রদেশে বসবাস ও একই জায়গায় কাজ করতেন।
জানা যায়, রবিবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটার দিকে কাজে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এর মধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের চারজন ও দোহার উপজেলার দোহার খালপাড় গ্রামের একজন। সকালে ওই পাঁচজন একই গাড়িতে করে কাজের স্থানে যাচ্ছিলো। গাড়িটি বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। বাংলাদেশ সময় বিকেল তিনটার দিকে নিহতের স্বজনরা ঘটনাটি জানতে পারে।
দোহারের নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান তরুন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন আমিরাতে অবস্থানরত এলাকার প্রবাসীরা বিষয়টি তাকে জানিয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply