আবুধাবি থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ। সম্প্রতি তারা এই ঘোষণা দিয়েছে। আগামী ২৯ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ফ্লাইট স্থগিতের বিষয়টি জানিয়ে বাংলাদেশের ট্রাভেল এজেন্টগুলোকে চিঠি দিয়েছে ইতিহাদ এয়ারওয়েজ। তবে কেন ফ্লাইট স্থগিত করছে এবিষয়ে কোনো কারণ উল্লেখ করেনি ইতিহাদ এয়ারওয়েজ। চিঠিতে ইতিহাদ জানিয়েছে, যারা ইতোমধ্যে ইতিহাদের টিকিট কেটে ফেলেছেন তাদের টিকিটের টাকার পুরো অংশ ফেরত দেওয়া হবে। কোনো ধরনের জরিমানা বা প্রশাসনিক ফি কাটা হবে না। কেউ যদি রিটার্ন টিকিট কেটে ওয়ানওয়ে ব্যবহার করে থাকেন তাহলে তার ফিরতি ফ্লাইটের টাকা ফেরত দিয়ে দেবে তারা।
You cannot copy content of this page
Leave a Reply