শ্রীনগর উপজেলা রাঢ়িখাল ইউনিয়নের উত্তর বালাশুর গ্রামের মো. জালাল হাওলাদারের দায়েরকৃত এক মামলায় আদালতের আদেশে জমি উদ্ধার হয়েছে।
বুধবার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জ আদালতের সহকারী জজ (শ্রীনগর ইনচার্জ) আহমেদ হুমায়ূন কবীরের স্বাক্ষরিত এক আদেশ বলে বিরোধপূর্ণ জায়গার পরিমাপের পর সীমানা নির্ধারণ ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে মামলার বাদি মো. জালাল হাওলাদারের ৩ শতাংশ ৩২ পয়েন্ট জমি উদ্ধার হলো। এ সময় শ্রীনগর থানা পুলিশ, সংশ্লিষ্ট সার্ভেয়ার, বাদি ও বিবাদির লোকজন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঢ়িখাল মৌজায় সিএস ২৫৭০, এনএ ২০৭৮ ও আরএস ১৪৯২নং খতিয়ানের ৩টি দাগে ১৩৮ শতাংশ জমির মধ্যে মামলার বাদি জালাল হাওলাদারের দাবিকৃত জমি ৬৮ শতাংশ। মামলার বিবাদি প্রতিবেশী মো. ওয়াজিদ বেপারীগং বাদি জালাল হাওলাদারের জমি দখল করে ঘর নির্মাণ করে রাখেন। স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় ভুক্তভোগী জালাল হাওলাদার গত ২০০৭ সালে মুন্সিগঞ্জ সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় আদালত মামলার চুড়ান্ত আদেশ জারি করেন।
You cannot copy content of this page
Leave a Reply